1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শেবাচিমের করোনা ওয়ার্ডে শনাক্তের হার ৬০ শতাংশ, আরও ১০ জনের মৃত্যু

বরিশাল ব্যুরো প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০১:০২ পিএম শেবাচিমের করোনা ওয়ার্ডে শনাক্তের হার ৬০ শতাংশ, আরও ১০ জনের মৃত্যু

বরিশালঃ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১০ জন জন রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৫১ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আবারও বেড়ে ৬০ ভাগে দাঁড়িয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, বুধবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৪ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৫৮ জন রোগী। যার মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ।

গত ২৪ ঘণ্টায় ১০ জনসহ গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৩ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ২৯০ জন রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আবারও ৬০ ভাগে উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা পজিটিভ হয়েছে।

এর আগে সোমবার রাতের রিপোর্টে করোনা শনাক্তের হার ছিল ৫০ ভাগ, রবিবারের রিপোর্টে ৪৬.৮৪ ভাগ, শনিবার ৬২.৩৩ ভাগ, শুক্রবার ৫২ ভাগ, বৃহস্পতিবার ৫২.৬৫ ভাগ, বুধবার ৪২.৬৫ ভাগ, মঙ্গলবার ৪৬.৮০ ভাগ এবং গত সোমবার শনাক্তের হার ছিল ৩৫.৯৭ ভাগ। গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner