1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কুমিল্লায় একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

গাজী জাহাঙ্গীর আলম জাবির, জেলা প্রতিনিধি কুমিল্লা প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ১০:০৩ পিএম কুমিল্লায় একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড
ফাইল ছবি

কুমিল্লাঃ জেলায় অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ৮৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১ দশমিক ৩ শতাংশ। একই সময়ে করোনায় প্রাণ গেছে আরও ৮ জনের। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮০জনে।

মঙ্গলবার (২৭জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার বুড়িচং ও দাউদকান্দি ২ জন করে মারা গেছেন। এছাড়া ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, বরুড়া  ও দেবিদ্বার উপজেলায় একজন করে মারা গেছেন। এদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়,সোমবার(২৬ জুলাই) বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২ হাজার ৬৫ টি নমুনা পরীক্ষায় ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ৬১৮ জনে।আক্রান্তের হার ৪১ দশমিক ৩ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ২২৭ জন, আদর্শ সদরে ২৬ জন, সদর দক্ষিণের ২১ জন, বুড়িচংয়ে ৪৫ জন, ব্রাহ্মণপাড়ায় ২৭ জন, চান্দিনায় ৪৪জন, চৌদ্দগ্রামে ৪৮ জন, দেবিদ্বারে ৫৬ জন, দাউদকান্দিতে ৫৫ জন, লাকসামে ২৫ জন, লালমাইতে ২৪ জন, নাঙ্গলকোটে ৫২ জন, বরুড়ায় ৭৫ জন, মনোহরগঞ্জে ৪৪ জন, মুরাদনগরে ৫৬ জন, মেঘনায় ১৯ জন, তিতাসে ২ জন এবং হোমনা উপজেলার ১৬ জন রয়েছেন।

এদিকে, জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩৭২ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৪৪ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner