1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাঙামাটিতে অস্ত্রসহ আটক ২

নিউটন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৬:৩৪ পিএম রাঙামাটিতে অস্ত্রসহ আটক ২
ছবি: সংগৃহীত

রাঙামাটিঃ জেলার সদর উপজেলাধীন মগবান জীবতলী ইউনিয়নের হরিণাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ দু’জন চাঁদাবাজকে আটক করেছে যৌথবাহিনী।

আটককৃত দুই চাঁদাবাজরা হলো, রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হরিণামূখ পাড়ার কেংড়া চাকমার ছেলে সোনাধন চাকমা(৪৫) ও একই এলাকার মদন মোহন চাকমার ছেলে শিশু বিকাশ চাকমা(৩৭)। মঙ্গলবার (২৭জুলাই) ভোর বেলায় উক্ত দুইজনকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, মগবান জীবতলী হাজাছড়া আনসার ক্যাম্প সংলগ্ন হরিণাছড়া এলাকায় যৌথবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় নৌকা থেকে ২টি দেশীয় অস্ত্র কার্তুজ, ১টি ছুরি, মদ, চাঁদা আদায়ের রশিদ বই ও ২টি মোবাইল ফোনসহ সোনাধন চাকমা ও শিশু বিকাশ চাকমাকে হাতেনাতে আটক করা হয়।

এদিকে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যৌথবাহিনীর অভিযানে জীবতলী এলাকায় অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ দু’জনকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদেরকে কাপ্তাই থানায় হস্তান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner