ফরিদপুরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটিতে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫জনের করোনা পজেটিভ ও ৭ জনের করোনা উপসর্গ ছিল।
বর্তমানে করোনা হাসপাতালে ২৭৪ জন ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ১২৩ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ৭১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শতকরা হারে যা ৫২.০৭%।
ফরিদপুরে এ পর্যন্ত ১৬ হাজার ৮২৯ জন রোগির করোনা শনাক্ত হয়। সরকারী হিসেবে এ পর্যন্ত ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ১২৩ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ৭১ জন।
এদিকে ফরিদপুরে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। জেলার ৯টি থানা এলাকায় মোট ১৬টি চেকপোস্ট ও ২৯ টি মোবাইল টিম গঠনের মাধ্যমে ফরিদপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। ফরিদপুর জেলা পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং বাংলাদেশ আনসারের সদস্যবৃন্দ মোতায়েন রয়েছে।