1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যানজটে পড়ে তাপদাহে মারা গেল ২৭ মণের গরু

হাসান ভূঁইয়া, সাভার প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০৫:৫৬ পিএম যানজটে পড়ে তাপদাহে মারা গেল ২৭ মণের গরু
ছবিঃ আগামী নিউজ
ঢাকাঃ জেলার সাভারে মহাসড়কে যানজটে আটকা পড়ে প্রচণ্ড তাপদাহে ২৭ মণের একটি গরু মারা গেছে। অসুস্থ আরও ৫টি গরু।
 
শুক্রবার দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় গরুটি মারা যায়।
 
গরুটির মালিক মুকুল হোসেন জানান, তিনি গতকাল ৬টা গরু নিয়া পাবনার সাথিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি। টাঙ্গাইল থেকেই পথে অনেক যানজট শুরু হয়। তার বাইপাইল আসতে ১৭ ঘন্টা সময় লাগে। পরে বাইপাইল এসে দেখেন ২৭ মণ ওজনের একটা গরু ট্রাকের মধ্যেই মরে আছে। আরও পাঁচটা গরুর অবস্থা খুবই খারাপ।
 
তিনি বলেন, “এলাকায় গরুটার দাম উঠছিলো সাড়ে ৫ লাখ টাকা। আমি ভালো দামে বেচবো বইলা ঢাকায় আনছি কিন্তু গরুটা মারা যাওয়ায় আমার অনেক লস হইয়া গেল। আমি সরকারের কাছে ক্ষতিপূরণ চাই।”
 
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, গতকাল থেকেই সাভারের মহাসড়ক ও শাখা সড়কে যানজট। তার সাথে তীব্র গরমও ছিলো। এতে সাধারণ যাত্রী ও কোরবানীর পশুদেরও গরমে নাভিশ্বাস উঠেছে। অনেক জায়গায় গরু অসুস্থ হওয়ারও খবর পেয়েছি। তবে আজ দুপুরের পর থেকে সড়কে যানবাহনের চাপ থাকলেও যানজটের তীব্রতা কমেছে। 
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner