1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

উপায় এর মাধ্যমে প্রদান করা যাবে ট্রাফিক পুলিশ জরিমানার টাকা

মো:নাজমুল হোসেন রনি,রাঙ্গামাটি সদর প্রতিনিধি : প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৮:০৮ পিএম উপায় এর মাধ্যমে প্রদান করা যাবে ট্রাফিক পুলিশ জরিমানার টাকা
ছবিঃ আগামী নিউজ

রাঙ্গামাটিঃ ' ই ট্রাফিক প্রসিকিউশন প্রসেস ' প্রজেক্ট এর আওতায় রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক দায়েরকৃত মামলা সমূহের জরিমানা ও ফিস/সার্ভিস চার্জ আদায় পদ্ধতি তাৎক্ষণিকভাবে একই স্থানে সম্পন্ন করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলা ট্রাফিক পুলিশ প্রথম পক্ষ এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) দ্বিতীয় পক্ষ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) তৃতীয় পক্ষের মধ্যে শর্ত সাপেক্ষে চুক্তিপত্র সম্পাদন করা হয়েছে।

বৃহস্পতিবার  (১৫ জুলাই) বিকাল ৪টায় পুলিশ সুপারের কক্ষে  রাঙ্গামাটি ট্রাফিক বিভাগের ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালু করার উদ্দেশ্য ইউসিবি ব্যাংক সহযোগী প্রতিষ্ঠান উপায়  ও রাঙ্গামাটি জেলা পুলিশের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। 

উক্ত চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মীর মোদদাছছের হোসেন এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) চট্টগ্রাম এর রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ ইফতেখারুজ্জামান চৌধুরী, ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) রাঙ্গামাটি ডিস্ট্রিবিউটর বাদশা আলম। এছাড়া রাঙ্গামাটি জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner