চট্টগ্রামঃ বর্তমানে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ সারা বিশ্বের মত বাংলাদেশেও সংক্রমণ প্রতিরোধে সারাদেশে লকডাউন ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে আসছে। তারপরেও দেশব্যাপী মহামারী এই ভাইরাসের সংক্রমণ জনসচেতনতার অভাবে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর হার। সারাদেশের মত বন্দরনগরী চট্টগ্রামেও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে এবং সর্বোচ্চ ১০০৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে ২৮৬৯ জনের নমুনা পরিক্ষা করে ১০০৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
আজ ( ১৪ জুলাই) বুধবার সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।
চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ৬৭ হাজার ৭৮৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৬৫২ জন ও বিভিন্ন উপজেলার বাসিন্দা ৩৫১ জন। মহানগরীতে সর্বমোট আক্রান্তের ৫১ হাজার ৯৪৯ জন ও বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৫ হাজার ৮৩৮ জন।
চট্টগ্রামে সর্বমোট মৃত্যু হয়েছে ৮০০ জন। মহানগরীতে ৫০৮ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ২৯২ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের ৮টি এলাকাকে রেড জোন হিসাবে ঘোষণা করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।