1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নবাবগঞ্জে বিধি নিষেধ না মানায় ১৯ জনকে জরিমানা

শামীম হোসেন সামন, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : প্রকাশিত: জুলাই ১২, ২০২১, ১০:৩৩ পিএম নবাবগঞ্জে বিধি নিষেধ না মানায় ১৯ জনকে জরিমানা
ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধি-নিষেধ পালনে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত  সর্বাত্মাক লকডাউন বাস্তবায়ন করতে ১২তম  দিনেও মাঠে তৎপর রয়েছেন প্রশাসন। এ সময় বিধি-নিষেধ লঙ্ঘন করায় ঢাকার নবাবগঞ্জে ১৯ টি মামলা দিয়ে ১৯ জনকে ৪ হাজার  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 

সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে সরকারের বিধি-নিষেধ লঙ্ঘন করায় ও  বিনাকারণে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল। পাশাপাশি  জনগণকে স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।
 

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, সরকার ঘোষিত চলাচলে বিধি-নিষেধ কার্যকর করতে  ও করোনা সংক্রমন রোধে আগামী ১৪ জুলাই  রাত ১২ ঘটিকা পর্যন্ত  কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। সরকারি এ নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপর দিকে ঢাকার দোহারে ১২তম দিনেও বিধি-নিষেধ কার্যকর করতে সকাল থেকে মাঠে কাজ করছেন উপজেলা প্রশাসন, দোহার থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।

সোমবার সকাল থেকে  বিকেল পর্যন্ত উপজেলার জয়পাড়া বাজার, থানার মোড়সহ বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম ও ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেণ দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এ পর্যন্ত  বিধি-নিষেধ লঙ্ঘন করার অপরাধে ২২ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner