1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করোনা সতর্কতা কমছে গাজীপুরে(ভিডিও)

মোক্তার হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১২, ২০২১, ০৮:০৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

গাজীপুরঃ সাধারণ মানুষের মধ্যে সতর্কতা ক্রমেই কমছে। চলমান লকডাউনের প্রথম দিকে মানুষের মধ্যে করোনা সংক্রমণে যে ভয়-ভীতি ও সতর্ককতা ছিল সোমবার গাজীপুরের বিভিন্ন এলাকা ঘুরে তা অনেকটাই কম দেখা গেছে। বিভিন্ন সড়ক মহাসড়কে চলাচল করা মানুষদের অনেককেই মাস্ক পরতে দেখা যায়নি। চায়ের স্টল ও শুকনো খাবারের দোকানপাটে বসে মাস্ক ছাড়াই গল্প আড্ডায় মেতে উঠতে দেখা গেছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া মাস্টারবাড়ী, বাঘেরবাজার, জৈনা বাজার, নয়নপুর মাওনা চৌরাস্তাসহ কয়েকটি জনবহুল বাসস্ট্যান্ডে সিএনজি চালিত ও ব্যাটারী চালিত অটোরিক্সার পাশাপাশি সংযোজন হয়েছে তিন চাকার ইঞ্জিনচালিত যাত্রীবাহী ভ্যান। বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে জেলার অভ্যন্তরে ওইসব যানবাহনযোগে যাত্রীদের চলাচল করতে দেখা গেছে। মহাসড়কে লোকাল কিছু যাত্রীবাহী মিনিবাস চলাচল করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বিভিন্ন চেকপোস্টে ব্যাক্তিগত গাড়ী আটকিয়ে যাচাই বাছাই করতে দেখা গেছে।

মহাসড়কের পাশের ফুটপাতগুলোতে থাকা দোকানপাট সোমবার সকাল থেকেই খুলতে দেখা গেছে। দুপুর বা বিকেল পর্যন্ত ওইসব দোকানপাটের প্রায় সবগুলোই খোলা হয়ে যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে। তবে বিপনী বিতান, শপিংমলগুলো বন্ধ রয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner