1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মাগুরায় দু‍‍`’দল গ্রামবাসীর মধ্যে  সংঘর্ষে আহত ২০,আটক ৪

মাগুরা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ১০:০৯ পিএম মাগুরায় দু‍‍`’দল গ্রামবাসীর মধ্যে  সংঘর্ষে আহত ২০,আটক ৪
ছবিঃ আগামী নিউজ

মাগুরাঃ জেলার মহম্মদপুরের সূর্যুকুন্ডু গ্রামে আজ শনিবার বিকেলে বিবাদমান দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। জমির সীমানা বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসীরা  জানায়, উপজেলা সদরের সূর্যুকুন্ডু গ্রামের মালেক শেখের ছেলে আবু বক্কর শেখ ও আলী আফজাল ফকিরের ছেলে ইসরাফিল ফকিরের সাথে বাড়ির জমির সীমানা বিরোধ চলছিল। শনিবার বিকেলে আবু বক্কার ও আলী আফজালের বাড়ির সীমানার পথ দিয়ে যাওয়ার সময় ইস্রাফিল তাদের যেতে নিষেধ করে। ওই সময় উভয়ের মধ্যে হাতাহাতি হয়।

এ ঘটনার জের ধরে পরবর্তিতে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহতদের মধ্যে রাজিয়া (৩০), রওশনারা (৫০), আব্দুল্লাহ (২৯), সোহরাব শেখ (৪৫), শফিকুল (৩৮), রুমি বেগম (১৯), ইউনুচ (৩৭), ইউসুব (৩৭), আরজিনা (১৮), আবু বক্কার (৫০), আজিত ফকির (৪২) ইব্রাহিম (২০) ও রহমান শেখকে (২৮) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরবর্তি সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার সাধে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner