1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পাটুরিয়া ও আরিচায় ফেরিতে যাত্রী পারাপার বন্ধ 

নিরঞ্জন সুত্রধর, শিবালয়(মানিকগঞ্জ)প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ১০:৫৫ এএম পাটুরিয়া ও আরিচায় ফেরিতে যাত্রী পারাপার বন্ধ 
ছবি : আগামী নিউজ

মানিকগঞ্জঃ পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরিতে আজ শনিবার যাত্রীবাহী যানবাহন পারাপার করতে দেখা যায়নি। কঠোর ভাবে লকডাউন পালন করতে এ সিদ্ধান্ত নিয়েছেন।

আজ শনিবার সকালে পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, পণ্যবাহী, পারাপার হচ্ছে ফেরিতে। তবে লোকাল যাত্রীদেরকে ফেরিতে তেমন পারাপার হতে  দেখা যায়নি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ঈদের আগে লকডাউন না ছাড়ার আশংকায় লকডাউন অমান্য করে ঢাকা থেকে কর্মজীবী মানেুষেরা বাড়ী যাওয়া শুরু করায় ঘাট এলাকায় যাত্রীদের ও ছোট গাড়ীর চাপ বেড়ে গিয়েছিল। একারনে গতকাল শুক্রবার থেকে ফেরি লোকাল যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে বলে বিআইডব্লিউটিসির আরিচা অফিস সুত্রে জানা গেছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, লকডাউন অমান্য করে লোকাল যাত্রী ও ছোট গাড়ীর চাপ বৃদ্ধি পাওয়ায় এ নৌ-রুটে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। লকডাউনের মধ্যে এ নৌ-রুটে লোকাল যাত্রী খুবই কম আসছেন।  জরুরী পন্যবাহী ট্রাক, ওষধের গাড়ী ও এ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে।  যানবাহন কম পারাপার হওয়ায় ছোট-বড় ৭-৮টি ফেরি যানবাহন পারাপার করা হচ্ছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner