কুমিল্লাঃ জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন থেকে দশ গ্রামের প্রায় ৫০ হাজারের অধিক মানুষের উপজেলা সদরে যাওয়ার একমাত্র রাস্তা রাজাপুর রেল স্টেশনের পশ্চিম পাশের রাস্তাটির উপর একটি মাত্র সেতু। সেতুটির মাঝখানে বড় অংশ ভেঙ্গে বড় গর্ত হয়ে গেছে।
সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙ্গা, সেতুটি মেরামতের জন্য স্থানীয় ইউনিয়নবাসী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্যের নিকট অনুরোধ করেও কাজ হয়নি।এমন অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে অত্র এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির মাঝখানে একটি বড় অংশ ভাঙ্গা ।সেতুটির উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে কিছু রিক্সা ও অটো। ভারি কোন গাড়ি বা যানবাহন চলাচল করছে না।
রাজাপুর গ্রামের আব্দুস সালাম বলেন, ৬ বছর আগে সেতুটির ভাঙ্গন দেখা দেয় -ধীরে ধীরে সেতুটি ভাঙতে ভাঙতে গর্তটি বড় হতে থাকে। বর্তমানে সেতুটির উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ প্রায়। ২০১৮ সালে লাকসাম আখাউড়া রেললাইনের কাজ শুরু হয়। তখন ওই কাজের ঠিকাদার তাদের মালামাল পরিবহনের সুবিধার্থে ভাঙা অংশে দুটি স্টিলের পাটাতন বসান। তাও আবার ভাঙতে ভাঙতে আরো বড় গর্ত হয়েছে। প্রতিদিন এ সেতু দিয়ে মানুষজন চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুর এক অংশের রেলিংও নেই।
ব্যবসায়ী মোঃ সাগর বলেন, আজ ৬ বছরের বেশি এই সেতুটি ভেঙে চলাচল অনুপযোগী কিন্তু দেখার কেউ নেই।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা বলেন, এ সেতুটির বিষয়ে উপজেলা সমন্বয় সভায় তুলেছি, কেন জানি এখনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া বলেন, এ বিষয়ে শুনেছি খুব শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে।