1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
বিদ্যুৎ সরবরাহ না থাকায়

লক্ষ্মীপুরে বিদেশগামীদের নিবন্ধন সাময়িক বন্ধ

লক্ষীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ১২:৫৬ পিএম লক্ষ্মীপুরে বিদেশগামীদের নিবন্ধন সাময়িক বন্ধ
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরঃ বিদেশগামী কর্মীদের সুরক্ষার অ্যাপে রেজিষ্ট্রেশনের জন্য লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে প্রচন্ড ভিড় দেখা গেছে। কিন্তু মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭ থেকেই বেলা ১১ টা এ রিপোর্ট লিখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ফলে কঠোর লকডাউন উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে আসা বিদেশগামীরা চরম দূর্ভোগে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ দিকে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ সূত্রে জানা গেছে কোন ধরনের পত্র না দিয়ে কিংবা কোন নোটিস প্রদান না করেই লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি লাইন সরবরাহ বন্ধ রাখে এতে করে শত শত বিদেশগামী নিবন্ধন করা সম্ভব হচ্ছেনা।

লাইন চালু করার ব্যাপারে বারবার অনুরোধ করার পরও সাড়া মেলেনি পল্লী বিদ্যুৎ সমিতির।

এ ঘটনায় কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়রা। লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার থেকে বিদেশগামীদের নাম নিবন্ধন শুরু শুরু হয়েছে।

পল্লী বিদ্যুত কোন ধরনের পত্র কিংবা যোগাযোগ না করে লাইন বন্ধ রেখে কাজ শুরু করে। ফলে বিভিন্ন এলাকা থেকে আসা বিদেশগামীরা দূর্ভোগের মধ্যে পড়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগ করে কোন ফল মেলেনি।

অভিযোগের ব্যাপারে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো: আবু তাহের বলেন, প্রশিক্ষণ কেন্দ্রের কোন কর্মকর্তা কে রাতে ফোন ধরেনি। সকালে থেকে বৃষ্টির কারনে অনেক সময় ডাল পাল লাইন পড়ে সমস্যা সৃষ্টি হয়। তাই লাইন বন্ধ রেখে কাজ করা হচ্ছে। বিদেশকর্মীদের দূর্ভোগের বিষয়টি জেনেছি। যত দ্রুত সম্ভব লাইন চালুর চেষ্টা চলছে।

অপর দিকে লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন আহমেদ বলেন পাল্টা অভিযোগ করে বলেন জিএম পল্লী আমাকে ফোন করে পায়নি এমন প্রমাণ দিতে পারবে না।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner