1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিশ্বের সবচেয়ে ছোট গরু আশুলিয়ার ‘রানী‍‍’

হাসান ভূঁইয়া, সাভার প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৫, ২০২১, ০৮:৩১ পিএম বিশ্বের সবচেয়ে ছোট গরু আশুলিয়ার ‘রানী‍‍’
ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ কোরবানির ঈদকে সামনে রেখে খবরের পাতায় দেখতে পাওয়া যায় বড় বড় গরুর খবর। বাহারি সেসব গরুর নাম। তবে এবার সাভারের আশুলিয়ার একটি গরুর নাম আলোচনায় উঠে এসেছে ভিন্ন এক কারণে। সবচেয়ে বড় কিংবা ওজনের জন্য নয় বরং সবচেয়ে ছোট হওয়ায় কারণে। গরুটির নাম রানী। তার উচ্চতা ২০ ইঞ্চি।

বিশ্বের সবচেয়ে ছোট গরুর রেকর্ড ছিল ভারতের কেরেলা রাজ্যের ৪ বছর বয়সী লাল রঙের মানিকিয়াম নামের এক গরুর।

তবে সেটাকে পেছনে ফেলে দিয়েছে আশুলিয়ার চারিগ্রাম গ্রামের রানী। মাত্র ২ বছর বয়সী ‘বক্সার ভূট্টি’ জাতের এই গরুটির ওজন মাত্র ২৬ কেজি। এটি এখন কোরবানির উপযুক্ত। ইতি মধ্যে যার দাম উঠেছে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত।

গরুটির মালিক ‘শিকড় এগ্রো লিমিটেড’ জানায়, বছর দুয়েক আগে নওগাঁর এক খামারির থেকে এই গরুটি ক্রয় করেন তারা। গরুটির নাম রাণী। দিনে দুই বেলা খাবার দিতে হয় তাকে। সাধারণ গরুর তুলনায় এর খাবার লাগে অনেকটা কম।

প্রতিষ্ঠানটি জানায়, ইন্টারনেট ঘেটে তারা জানতে পেরেছে- এটিই পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট গরু। গরুটিকে বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে ইতোমধ্যে গত ২ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে গিনেস বুক। সব কিছু ঠিক থাকলে এই গরু বিশ্বের সবচেয়ে ছোট গরুর অফিসিয়াল তকমা পাবেন।

স্থানীয় পশু চিকিৎসক বলেন, ‘বক্সার ভূট্টি’ জাতের এই গরু গুলো এমন ছোট হয়ে থাকে। আমার জানা মতে এখন পর্যন্ত গরুটির কোন শারীরিক সমস্যা নেই। এছাড়া তার যে বয়স হয়েছে তাতে এটির আর ওজন বা উচ্চতাও বাড়ার সম্ভাব নেই। ফলে এটিই হতে পারে বিশ্বের সবচেয়ে ছোট গরু।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner