1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ১৫০ কেজি কচ্ছপের হাড় জব্দ

জহুরুল ইসলাম জহির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ০৮:১৬ পিএম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ১৫০ কেজি কচ্ছপের হাড় জব্দ
ছবিঃ আগামী নিউজ

চাঁপাইনবাবগঞ্জঃ জেলার ভোলাহাট সীমান্তে প্রক্রিয়াজাতকৃত ১৫০ কেজি কচ্ছপের হাড়সহ ৩ জনকে গ্রেফতার করেছে ৫৯ বিজিবি। আজ শনিবার সকালে জেলার ভোলাহাট উপজেলার কুমিরজান গ্রামে অভিযান চালিয়ে এসব কচ্ছপের হাড় উদ্ধার করা হয়। যার আনুমানিক ২ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা।  

বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা।

গ্রেফতারকৃতরা হলো ভোলাহাট উপজেলার কুমিরজান সুরানপুর গ্রামের মৃত এত্তাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০), একই উপজেলার ফুটানীবাজার চামুসা গ্রামের আজিম উদ্দিনের ছেলে আল আমিন (২২) এবং মফিজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২০)।

৫৯ বিজিবি অধিনায়ক এ সময় গণমাধ্যমকে জানান,‘জেলায় প্রথমবারের মত সীমান্ত দিয়ে চোরাচালানের সময় বিপুল পরিমান কচ্ছপের হাড় জব্দ করা হয়েছে। এটি অভিনব চোরাচালানী একটি পণ্য। এর আগে জেলার কোন সীমান্তে এ ধরনের পণ্য চোরাচালানীর তথ্য আমরা পায়নি। ভারত থেকে আসা কচ্ছপের এই হাড়গুলো মূলত ঔষধ কারখানায় ব্যবহৃত হয়। তিনি আর জানান, এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভোলাহাট উপজেলার কুমিরজান গ্রামে অভিযান চালিয়ে আসামী রফিকুলের বাড়ি তল্লাশী করে ১২ টি বস্তায় লুকায়িত অবস্থায় ১৫০ কেজি কচ্ছপের প্রক্রিয়াজাতকৃত এই হাড় জব্দ করা হয়।’

বিজিবি আরও জানায় এ ঘটনায় ভোলাহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner