1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দুপচাঁচিয়ায় স্ত্রী দাবী করে কিশোরীর অনশন

মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২১, ০৫:১৫ পিএম দুপচাঁচিয়ায় স্ত্রী দাবী করে কিশোরীর অনশন
ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর বাজার এলাকায় নিজেকে স্ত্রী দাবি করে স্বামীগৃহে স্বীকৃতির দাবিতে শুক্রবার (২ জুলাই) দুপুর বেলা থেকে একটি বাড়ির সামনে  অনশন শুরু করেছে  জেরিন নাহার জিতু (১৪) নামের এক কিশোরী।

সে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোড়গ্রামের মালয়েশিয়া প্রবাসি জাহাঙ্গীর আলমের কন্যা।

অনশনরত জেরিন নাহার জিতু আগামী নিউজকে জানায়, দীর্ঘ ৬ মাস পূর্বে ফেসবুকে পরিচয় হয়  দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে রায়হান খন্দকারের (১৬) সঙ্গে। ফেসবুকে পরিচয় থেকে আলাপন এবং পরবর্তীতে প্রেম হয় দুজনের। প্রেমের সূত্র ধরে  রায়হান খন্দকার তাকে গত ১৭ জুন বিয়ে করে ঢাকায় নিয়ে যায়।

এরপর বেশ কিছুদিন একত্রে বসবাসের পর রায়হান খন্দকার তার নিজ পরিবারের প্ররোচনায় তাকে ফেলে আসে। এখন স্বামীর খোঁজে এবং বধূ হিসাবে স্বীকৃতি পেতে ওই বাড়িতে গেলে রায়হান খন্দকারের পিতামাতা বাড়িতে উঠতে বাঁধা প্রদান করে।

জেসমিন নাহার জিতু আরও জানায়, স্বামী গৃহে আশ্রয়ের দাবী অনশন অব্যাহত থাকবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner