1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় সাত দিনে ২ লক্ষ ৪৪ হাজার টাকা জরিমানা

শেখ বাদশা ,বাগেরহাট জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২১, ১১:২৪ পিএম বাগেরহাটে  স্বাস্থ্যবিধি না মানায়  সাত দিনে ২ লক্ষ ৪৪ হাজার টাকা জরিমানা
ছবিঃ আগামী নিউজ

বাগেরহাটঃ করোনা সংক্রমন রোধে বাগেরহাটে লকডাউনের সাতদিনে স্বাস্থ্যবিধি না মানায় ও বিভিন্ন আইন অমান্য করায় দুই লক্ষ ৪৪ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার (২৪ জুন) থেকে বুধবার (৩০ জুন) রাত পর্যন্ত জেলার নয় উপজেলায় ৩৮০ টি মামলায় এই জরিমানা করা হয়।

এর মধ্যে লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (২৪ জুন) ৪৯টি মামলায় ২৪ হাজার একশ টাকা, শুক্রবার ৫১টি মামলায় ৪১ হাজার একশ টাকা, শনিবার ৬৩টি মামলায় ৩১ হাজার ৬৫০ টাকা, রবিবার ৫৪ মামলায় ২৫ হাজার ৪৫০ টাকা এবং সোমবার ৪৪ মামলায় ২৬ হাজার ৬৫০ টাকা, মঙ্গলবার ৭০ মামলায় ৪৬ হাজার ৬০০ টাকা এবং শেষ দিন বুধবার ৪৯ মামলায় ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমন রোধ করতে মানুষকে ঘরে রাখতে আমরা শুরু থেকে নানা কার্যক্রম পরিচালনা করেছি। সর্বশেষ গত কিছুদিন সংক্রমন ও মৃত্যুর পরিমান আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় আমরা এক সপ্তাহের লকডাউন ঘোষনা করি। লকডাউন ঘোষনার পরেও কিছু মানুষ অকারণে ঘর থেকে বাইরে আসছে। এসব মানুষের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।লকডাউনের প্রথম সাতদিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩৮০ জন মানুষকে জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই লক্ষ ৪৪ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner