1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ব্রাহ্মণবাড়িয়ায় ৭৭ জন শনাক্ত নতুন করে ৪ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০৯:০৫ পিএম ব্রাহ্মণবাড়িয়ায় ৭৭ জন শনাক্ত নতুন  করে ৪ জনের মৃত্যু
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়াঃ সদর উপজেলায় নতুন ৪ জনসহ জেলায় ৭৭ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

জেলার চারটি উপজেলায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে নতুন আরও ০৪ জন মৃত্যু হয়েছে। 

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪২৯২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৩৭৭৯ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

সর্বশেষ জেলায় ৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৪০৬ টি রিপোর্টে নতুন আরও ৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪০ জন, নবীনগর উপজেলায় ০৩ জন, আশুগঞ্জ উপজেলায় ১৫ জন, কসবা উপজেলায় ০৭ জন, সরাইল উপজেলায় ০৬ জন, বিজয়নগর উপজেলায় ০৩, নাসিরনগর উপজেলায় ০১ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলায় নতুন ০৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সরাইল উপজেলায় ০১ জন, কসবা উপজেলায় ০১ জন, নাসিরনগর উপজেলায় ০১ জন ও নবীনগর উপজেলায় ০১ জনের মৃত্যু হয়েছে। নতুন ০৮ জন সুস্থ হয়েছে।

সর্বশেষ জেলায় ৪২৯২ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৮৮৯ জন, আখাউড়া উপজেলায় ৩২৬ জন, বিজয়নগর উপজেলায় ১৩২ জন, নাসিরনগর উপজেলায় ১৩৮ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৪২ জন, নবীনগর উপজেলায় ৫৪৩ জন, সরাইল উপজেলায় ২১৫ জন, আশুগঞ্জ উপজেলায় ৪০৭ জন ও কসবা উপজেলায় ৪০০ জন।

সর্বশেষ জেলায় ৩৭৭৯ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। নতুন ০৮ জনের  সুস্থতার তালিকা এলাকা ভিত্তিক এখনোও জানা যায়নি। যার মধ্যে সদর উপজেলায় ১৬৬৭ জন, আখাউড়া উপজেলায় ২৫৮ জন, বিজয়নগর উপজেলায় ১১৯ জন, নাসিরনগর ১৩০ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৯৭ জন, নবীনগর উপজেলায় ৪৯৫ জন, সরাইল উপজেলায় ১৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৪৯ জন ও কসবা উপজেলায় ৩৬২ জন।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৬৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২০ জন, আখাউড়া উপজেলায় ১২ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০৩ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৪ জন, সরাইল উপজেলায় ০৩ জন, আশুগঞ্জ উপজেলায় ০৪ জন ও কসবা উপজেলায় ০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮৩৫৬৬ জন।

এখন পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬৮৪২৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৮৪৫১ জন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৪২৯২ জন আক্রান্তের মধ্যে ৩৭৭৯ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮২ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৩৫৬ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ২৬ জন রোগী।

এখন পর্যন্ত জেলায় ৩৮৫৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৩৮৩১৩ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৪২৯২ জন আক্রান্ত হয়েছে৷

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner