1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কঠোর লকডাউনের সহায়ক হয়েছে ভারী বর্ষণ

দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০৭:০৬ পিএম কঠোর লকডাউনের সহায়ক হয়েছে ভারী বর্ষণ
ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ দুপচাঁচিয়া উপজেলায় বৃহস্পতিবার (১ জুলাই) সর্বাত্মক  কঠোর লকডাউনের প্রথমদিন  অতিবাহিত হচ্ছে। দিনের শুরুতেই লকডাউনের বিধি নিষেধের সাথে যুক্ত হয়েছে ভারী বর্ষণ। ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়। সকাল ১০ টার দিকে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। লকডাউনের বিধি নিষেধ কার্যকরে সহায়কের ভূমিকা পালন করেছে প্রকৃতি প্রদত্ত বর্ষণ।

দুপচাঁচিয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্র সিও অফিস এলাকা সকাল থেকেই জনশূন্য দেখা গেছে। সিও অফিস সংযুক্ত  সার্বক্ষণিক ব্যস্ততম  আক্কেলপুর ও তালোড়া রোডে আজ বৃহস্পতিবার জনশূন্যতা পরিলক্ষিত হয়েছে। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্ট শহরতলা, পুরানবাজার, মেইলবাস স্ট্যান্ড, থানা রোডও রয়েছে জনসমাগম ও যানজট মুক্ত।

দুপচাঁচিয়া উপজেলা সদরের প্রধান প্রধান শপিংমল রয়েছে তালাবদ্ধ।  সড়ক সংলগ্ন অন্য দোকানপাটগুলি খোলেনি তবে খোলা রয়েছে ঔষুধ ও জরুরী সেবা সংক্রান্ত দোকান। সড়কে পন্যবাহী ট্রাক ও মুষ্টিমেয় রিক্সা ছাড়া যাত্রীবাহী পরিবহন বন্ধ রয়েছে।

দুপচাঁচিয়া উপজেলায় সর্বাত্মক লকডাউন কার্যকরে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে বৃষ্টির দরুন বিধি নিষেধ কার্যকরে প্রশাসন কে তেমন বেগ পোহাতে হচ্ছে না।

দুপচাঁচিয়া উপজেলা সদরের বাইরে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় আজ বৃহস্পতিবার জনসমাগম লক্ষ্য করা যায় নি। উপজেলার সাহারপুকুরবাজার, চৌমুহনিবাজার, আলতাফনগর, তালুচ, জিয়ানগর, বেড়াগ্রাম বাজার এলাকায় সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমনের লাগাম টানতে সোমবার (২৮ জুন) ভোর ৬টা  থেকে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬ টা পর্যন্ত  দেশব্যাপী   সীমিত আকারের লকডাউন শেষে শুরু হয়েছে কঠোর লকডাউন।  সরকার ঘোষিত এই কঠোর লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner