1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঝালকাঠিতে চলছে কঠোর লকডাউন: করোনায় আক্রান্ত ৬৪

আব্দুর রাজ্জাক সিকদার, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০৬:৫৫ পিএম ঝালকাঠিতে চলছে কঠোর লকডাউন: করোনায় আক্রান্ত ৬৪
ছবিঃ আগামী নিউজ

ঝালকাঠিঃ শুরু হয়েছে কঠোর লকডাউন। বৃহস্পতিবার সকাল থেকে মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। শহরে লোকজনের উপস্থিতিও কম। রিকশা ছাড়া কোন যানবাহন চলতে দিচ্ছে না পুলিশ। মাঠে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১৬ টি টিম।

এছাড়াও সেনাবাহিনী, পুলিশ ও আনছার বাহিনী শহরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছে। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটা পর্যন্ত লকডাউন বাস্তবায়নে ১৩ টি মোবাইল পরিচালনা করে ৪৩ জনকে ১৮৬৫০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন এনডিসি আহমেদ আহসান ।

এদিকে ঝালকাঠিতে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৬৪ জন আক্রান্ত হয়েছে। ১০৫ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়। জেলায় ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১৭৫৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৩৫ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner