1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নাচোলে গৃহহীন সৈনিক বীর মুক্তিযোদ্ধাকে বাড়ি হস্তান্তর

জহুরুল ইসলাম জহির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ৩০, ২০২১, ০২:০৫ পিএম নাচোলে গৃহহীন সৈনিক বীর মুক্তিযোদ্ধাকে বাড়ি হস্তান্তর
ছবিঃ আগামী নিউজ

চাঁপাইনবাবগঞ্জঃ জেলার নাচোলে গৃহহীন অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলামকে একটি বাড়ি হস্তান্তর করেন সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এনামুল হায়দার।

আজ বুধবার দুপুর ১২ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তিযোদ্ধাদের আবাসিক প্রকল্পের আওতায় জেলার নাচোল উপজেলার মোমিনপুর গ্রামে অবসরপ্রাপ্ত গৃহহীন সৈনিক বীর মুক্তিযোদ্ধাকে বাড়ি হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ তারেক রহমানসহ সেনাবাহিনীর অন্যান্যে কমকর্তারা।

৪ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে ২ রুম বিশিষ্ট রান্নাঘর, টয়লেট, টিউবওয়েলসহ নির্মিত বাড়ির চাবি প্রদান করা হয় অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদিকুল ইসলামের হাতে।

বীর মুক্তিযোদ্ধা সাকিকুল ইসলাম জানান, আমি কখনই ভাবিনি যে এ বয়সে এসে বাড়ি উপহার পাবো। প্রধানন্ত্রী শেখ হাসিনা ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এনামুল হায়দার জানান, “বাংলাদেশ সেনাবাহিনী” স্বাধীনতার পর থেকে রাষ্ট্রগঠনে বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দূযোর্গ মোকাবেলাসহ আর্তমানবতার সেবায় দেশের জন্য কাজ করছে সেবাবাহিনী। গৃহহীন অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ সেনাবাহিনী একটি বাড়ি উপহার দিতে পারায় খুব ভাল লাগছে। আগামীতে গৃহহীন সৈনিকদের বাড়ি উপহার দেয়া হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner