1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যাত্রীবেশে রিকশা ছিনতাই, যুবক গ্রেপ্তার

আমানুল্লাহ আমান, রাজশাহী জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ২৯, ২০২১, ০৮:৫৫ পিএম যাত্রীবেশে রিকশা ছিনতাই, যুবক গ্রেপ্তার
ছবিঃ আগামী নিউজ

রাজশাহীঃ নগরীতে যাত্রীবেশে ব্যাটারিচালিত একটি রিকশা ছিনতাইয়ের ঘটনায় রিফাত শেখ শিহাব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ছিনতাই হওয়া রিকশাটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে আরএমপির মতিহার থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার ও রিকশাটি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত শিহাব নগরীর পঞ্চবটি খড়বোনা এলাকার মো. রফিক শেখের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (২৮ জুন) বিকেল ৪টার দিকে রিকশাচালক শামীম হোসেনের রিকশায় তিনজন যাত্রী ওঠেন। তারা নগরীর তালাইমারি থেকে বুধপাড়া মোড়ে যেতে চান। ফলে তাদের নিয়ে রওনা দেন রিকশাচালক শামীম। তবে পথিমধ্যে রিকশাচালকের প্রকৃতির ডাকে সাড়া দিতে আড়ালে যাওয়ার প্রয়োজন হলে তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় সংলগ্ন গণকবরের দক্ষিণে সফেদা বাগানে যান। রিকশায় তালা মেরে চাবি নিয়ে বাগানে গেলেও কয়েক মিনিট পর ফিরে এসে সেখানে আর রিকশা দেখতে পান নি তিনি। ততক্ষণে ওই তিন যাত্রী তালা ভেঙ্গে রিকশা নিয়ে পালিয়ে গেছেন। পরে শামীম মতিহার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার ও রিকশাটি উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে মতিহার থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, রিকশাচালকের মামলার পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালিত হয় থানার এসআই শাহাবুল ইসলামের নেতৃত্বে। অভিযানে ধরা পড়ে তিন যাত্রীর একজন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া রিকশাটি মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner