বরগুনাঃ নতুন কোন করারোপ ছাড়াই বরগুনার বেতাগী পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরে ৫০ কোটি ৯১ লক্ষ ৩৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
পৌরসভাকে সেবামুখী একটি আধুনিক স্বনির্ভর পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষে মঙ্গলবার (২৯ জুন) সকাল দুপুর ১২ টায় পৌরসভা মিলনায়তনে উন্নয়নের বাজেট হিসেবে আখ্যায়িত করে মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির তার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ২৩ তম এ বাজেট ঘোষণা করেন।
এতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৫০ কোটি ৯১ লাখ ৩৫ হাজার টাকা। আর ৫০ কোটি ৭৯ লক্ষ টাকা রাজস্ব ও উন্নয়ন খাতে সম্ভাব্য ব্যয়ের পর উদ্বৃত্ত দেখানো হয়েছে ১২ লাখ ৩৫ হাজার টাকা।
পৌর সচিব ও সহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দীনের সঞ্চালনায় এ সময় বাজেটর উপড় আলোচনায় অংশগ্রহন করেন, পৌরসভার প্যানেল মেয়র মাসুদুর রহমান খান, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদার, যুগ্ম-সম্পাদক স্বপন কুমার ঢালী, যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্র লীগের সভাপতি আদনান খালিদ মিথুনসহ অন্যান্যরা। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌর কর্মকর্তা -কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।