1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

হেলিকপ্টারে নতুন বউ এনে জরিমানা ৫০ হাজার

মোঃ জামাল হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৩:৪৫ পিএম হেলিকপ্টারে নতুন বউ এনে জরিমানা  ৫০ হাজার
ছবি: সংগৃহীত

শরীয়তপুরঃ হেলিকপ্টারে বিয়ে করে নতুন বউ এনে এলাকায় স্বাস্থ্য বিধি অমান্য করে লোক সমাগমের দায়ে বরের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, সোমবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই নতুন জামাইকে এই অর্থদণ্ড দেন।

এ বিষয়ে আরও জানা গেছে, সোমবার দুপুরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাসানচর নতুন হাট গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে সাগর আহমেদ সরদারের (২৩) সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নবিনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকার হাজী আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যার (২৩) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে হেলিকপ্টারে করে শরীয়তপুরের দক্ষিণ ভাসানচর নতুন হাট নিয়ে আসেন। 
 
হেলিকপ্টারে বিয়ে করে বউ আনার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোক এক নজর দেখার জন্য ভীর জমায়। যেখানে বেশির ভাগ মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে বা মাস্ক পড়ে সেখানে ছিলো না। যেটা বর্তমান করোনা ভাইরাস বিস্তারে ঝুঁকি বাড়ানোর সম্ভাবনা অনেক  রয়েছে।
 
বিষয়টি খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই সাগর সরদারের বাড়িতে গিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে বর সাগর সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে ইউএনও মনদীপ ঘরাই বলেন, ‘মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে হেলিকপ্টারে করে বউ এনে এলাকায় লোক সমাগম করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন সাগর সরদার। যা করোনা পরিস্থিতিতে দণ্ডনীয় অপরাধ। তাই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কেউ যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধেও তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner