1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শ্রীপুরে নিখোঁজের দু’দিন পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মোক্তার হোসেন, গাজিপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ২৬, ২০২১, ১২:৫১ পিএম শ্রীপুরে নিখোঁজের দু’দিন পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

গাজীপুরঃ জেলার শ্রীপুরে পানিতে ডুবে নিখোঁজের প্রায় দু’দিন পর এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্বজিৎ নামে ওই কিশোর শ্রীপুর পশু হাসপাতাল সংলগ্ন বিনয় বাসফোরের একমাত্র ছেলে ও শ্রীপুরের পিয়ার আলী কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। শনিবার সকাল ৭টার দিকে কাপাসিয়া ফকির মজনু শাহ সেতু এলাকার বানার নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন স্থানী নৌকার মাঝিরা।

নিহতের চাচাতো ভাই কৃষ্ণ বাসফোর জানান, বৃহষ্পতিবার দুপুরে বিশ^জিৎ বন্ধুদের সাথে গোসিঙ্গা বানার নদীতে গোসল করতে যায়। সেখানে বিকেল তিনটার দিকে সে হঠাৎ করে পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা স্থানীয়দের সহায়তায় তাকে খোঁজাখুুজি করে ও ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী মিজানুর রহমান জানান, খবর পেয়ে বৃহষ্পতিবার ও শুক্রবার নদীতে অনেক খোঁজাখুঁজি করেও কিশোরের সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকাল ৭টার দিকে কাপাসিয়ার নৌকার মাঝিরা একটি মরদেহ শ্রীপুর থেকে কাপাসিয়ার দিকে ভেসে আসতে দেখেন।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ জানান, খবর পেয়ে মাঝিদের মাধ্যমে মরদেহ উদ্ধার করে আবেদনের ভিত্তিতে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner