আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকার রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যায়। বিষয়টি নিশ্চত করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন।
জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন জানান, বেশকিছুদিন আগে জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা বীরমুক্তিযোদ্ধা মঈনুদ্দীন মন্ডল করোনা আক্রান্ত হয়। পরে বাসায় থেকে করোনার চিকিৎসা নিচ্ছিল। কিন্তু কয়েক আগে অবস্থা খারাপের দিকে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে গেলে তাকে গত দুইদিন আগে লাইন সাপোর্টে নেয়া হয়। পরে আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে ৭৪ বছর বয়সে দুই সন্তান রেখে মারা যায় তিনি।
জেলার এ প্রবীণ আওয়ামীলীগ নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, সহ সভাপতি জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, যুবলীগে সভাপতি সামিউল হক লিটন, পৌর আওয়ালীগের সহ সভাপতি মোখলেসুর রহমানসহ জেলার বিশিষ্টজনরা।