1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যূ

সুমন ইসলাম, ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২১, ১০:০৪ পিএম পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যূ
ফাইল ছবি

ফরিদপুরঃ জেলার ধলার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়ার এক ঘণ্টা পর স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার সন্ধ্যায়  এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই স্কুলছাত্রের নাম সাব্বির (১৫)। সে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে শহরের পূর্ব খাবাসপুর এলাকার বদিউজ্জামান দুলুর ছেলে।

সাব্বিরের বন্ধু ফরিদপুর পুলিশ লাইন্স স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র তন্ময় মন্ডল জানায়, বিকেলে তারা তিন বন্ধু বাইসাইকেলে ধলার মোড়ে এসে গোসল করতে নামে। কিন্তু নদীতে নামার পরই তারা স্রোতের মুখে পরে।

তিনি জানায়, এ সময় তারা দুই বন্ধু অনেক চেষ্টায় সাতরে পাড়ে উঠতে পারলেও সাব্বির তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা রুহুল আমীন জানান, সাব্বিরের ডুবে যাওয়ার খবরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তবে তাদের ডুবুরি না থাকায় স্থানীয় দুলাল হোসেন রুবেল একটি নৌকা জোগাড় করে কয়েকজনকে ওই স্কুলছাত্রকে উদ্ধারের জন্য খোঁজ করতে নামান। পরে রাত পৌনে ৮টার দিকে উদ্ধারকাজে নামা ওই নৌকার বেলাল নামে এক ব্যক্তি তার সন্ধান পায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ে জানান, উদ্ধারকৃত ওই স্কুলছাত্রকে তারা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner