1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নাটোরে নতুন সংক্রমিত ১০২জন: হাসপাতালে শয্যা সংকট

আব্দুল মজিদ, নাটোর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২১, ০৪:৫০ পিএম নাটোরে নতুন সংক্রমিত ১০২জন: হাসপাতালে শয্যা সংকট
ফাইল ফটো
নাটোরঃ গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০২ জন এবং আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
 
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
গত ২৪ ঘণ্টায় ১৫০ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করে ৫১ জন এবং ৩২ জনের জীন এক্সপার্ট পরীক্ষা করে ১৬ জন করোনা পজেটিভ হয়েছেন। এছাড়া আরপিটিসিতে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৭.০২। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৯৯৯ জন। সুস্থ হয়েছেন ১৫৭৭ জন। মৃত্যু হয়েছে ৪৫ জনের।  
 
প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শষ্যা সংকট দেখা দিয়েছে নাটোর সদর হাসপাতালে। মোট ৫০শষ্যার বিপরীতে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৬১জন রোগি। জনবল সংকটের কারনে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
 
এদিকে, করোনার সংক্রমণ কমিয়ে আনতে নাটোর জেলার ৮টি পৌরসভায় আজ থেকে শুরু হয়েছে সাত দিনের বিধিনিষেধ। আজ (২৩জুন) সকাল থেকে শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। প্রয়োজন ছাড়া শহরে যানবাহন প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ
 
উলে­খ্য, করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য নাটোরের ৮টি পৌরসভায় ২২জুন সন্ধ্যা থেকে ২৯ জুন সন্ধা ৬টা পর্যন্ত সর্বাত্বক লক ডাউন ঘোষণা করা হয়েছে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner