বগুড়াঃ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে রবিবার (২০ জুন) থেকে জেলা সদরে শুরু হয়েছে সাতদিনের কঠোর বিধি নিষেধ।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ৭৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন জনের। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ১২ হাজার ৮৭২ জন। মৃতের সংখ্যা দাড়াঁলো ৩৪৫ জনে। আর নতুন করে আরো ১৭ জন সুস্থ হওয়ায় সুস্থতার সংখ্যা ১২ হাজার ১৭৬ জন।
এদিকে রবিবার (২০ জুন) থেকে বগুড়া শহর ও সদর উপজেলায় শুরু হয়েছে কঠোর বিধি নিষেধ। শহরের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে চেকপোষ্ট। অতি প্রয়োজন ছাড়া কাউকে শহরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।