রাঙ্গামাটিঃ আজ শনিবার ১৯জুন সকালে বাংলাদেশকে চীনের পক্ষ থেকে করোনার ভ্যাকসিন উপহার স্বরূপ দেয়া রাঙ্গামাটিতে চীনের তৈরী সিনোফার্মার টিকাদান রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে প্রয়োগ শুরু হয়েছে।
জানাগেছে, চীনের দেয়া টিকা রাঙ্গামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দিয়ে টিকা দেয়ার কার্যক্রম শুরু করেছেন বলে সিভিল সার্জন বিপাস খীসা জানান।
সিভিল সার্জন আরো বলেন, প্রথম ডোজ দেয়ার ২৮দিন পর দ্বিতীয় ডোজ গ্রহণ বাধ্যতামূলক। সরকারী, বেসরকারী ও ডেল্টালের শিক্ষার্থীরাসহ নার্স ও মিডওয়াফারীরা জাতীয় পরিচয়পত্র না থাকলে স্টুডেন্ট আইডির মাধ্যমে ফরম ফিলাপ করে টিকা নিতে পারবেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া ১০টি ক্যাটাগরিতে ভ্যাকসিন নেয়ার নির্ধারিত থাকলে অনেকে এর আওতায় না আসায় টিকা গ্রহণ করতে পারছেন না। তবে যারা আগে টিকার রেজিষ্ট্রেশন করেছেন তাদের এখানো সুনির্দষ্ট নিদের্শনা আসেনি। তবে অগ্রাধিকার ভিত্তিতে পুলিশ, স্বাস্থ্যকর্মীরা, হাসপাতালে কর্তব্যরত ষ্টাফরা এ টিকা গ্রহণ করতে পারবেন।
গতকাল শুক্রবার ১৮জুন ৪ হাজার ৮শ ডোজ চীন থেকে দেয়া টিকা রাঙ্গামাটিতে এসেছে। যার মধ্যে ২হাজার ৪শত ডোজ টিকা প্রয়োগ করা হবে। বাকী গুলো দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষিত রাখা হবে বলে করোনার ফোকাল ডাঃ মোস্তফা কামাল জানিয়েছেন।