1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাজশাহীতে করোনায় এবার বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা

আমানুল্লাহ আমান, রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: জুন ১৯, ২০২১, ০৩:৫৩ পিএম রাজশাহীতে করোনায় এবার বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা
ছবি : আগামী নিউজ

রাজশাহীঃ জেলাতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য এবার বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। ফোন করা মাত্রই রোগীর বাড়িতে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী দল ‘শহীদ জামিল ব্রিগেড’ এমন উদ্যোগ নিয়েছে। ০১৭১২২৭৭৮৭১ এবং ০১৭২৩৯০৪৯০১ নম্বরে কল দিলেই পাওয়া যাবে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা।

‘শহীদ জামিল ব্রিগেড’ স্বেচ্ছাসেবী দলের প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু। শুক্রবার (১৯ জুন) নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ অ্যাম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সম্পাদকম-লীর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, জামিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চুন্না মোরশেদ, সাবেক ছাত্রনেতা সালাউদ্দীন জেম, মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমন উদ্যোগের বিষয়ে দলের প্রধান সমন্বয়ক ও নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু বলেন, করোনাকালে রাজশাহী নগরীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এ উদ্যোগ নেয়া হয়েছে। হটলাইন নম্বরে ফোন করলেই হাসপাতালে আনা-নেয়ার জন্য রোগীর বাড়িতে হাজির হয়ে যাবে অ্যাম্বুলেন্স। রোগীকে দ্রুততম সময়ে পৌঁছে দেয়া হবে হাসপাতালে। এর বিনিময়ে কোনো টাকা দিতে হবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নগরীতে ২৪ ঘণ্টা এ সার্ভিস দেয়া হবে।

এর আগে অক্সিজেন ব্যাংক কার্যক্রম চালু করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশন। এবার অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম শুরু হলো। ওয়ার্কার্স পার্টির নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী দল ‘শহীদ জামিল ব্রিগেড’ এর উদ্যোগে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner