1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যশোরে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৮, ২০২১, ০২:০৩ পিএম যশোরে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু ৪
ফাইল ফটো
যশোরঃ গত ২৪ ঘন্টায় যশোরে নতুন করে আরো ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ৯জন ভারত ফেরত। এটি জেলায় একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এছাড়া মারা গেছেন ৪ জন। উচ্চ ঝুঁকির কারণে যশোরের পাঁচ পৌরসভা ও ৯টি ইউনিয়নে লকডাউন সম্প্রসারণ করা হয়েছে। তবে লকডাউন কার্যকরভাবে মানছে না সাধারণ মানুষ।

প্রশাসন বলছে, লকডাউন কার্যকর করতে আরো কঠোরতা আরোপ করা হবে। সেইসাথে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ তাদের।

স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৬০৬ জনের নমুনা পরীক্ষা করে ২৯১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৭ শতাংশ। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। এদের মধ্যে দু'জন করোনা রোগী এবং অপর দু'জন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০৮ জন।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, 'করোনার শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় আরও একটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল প্রস্থত করা হয়েছে। সদর হাসপাতালে করোনা রোগীর চাপ বৃদ্ধি পেলে নতুন করোনা হাসপাতালে রোগী স্থানান্তর শুরু হবে।

প্রশাসন বলছে, লকডাউন কার্যকরে সব উদ্যোগ নেয়া হয়েছে। সংক্রমন ঠেকাতে আরো কঠোরতা আরোপ করা হবে বলে জানান তিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner