1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দুই শিশু শিক্ষার্থীকে দেড় বছর ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসা পরিচালক

জহির খান, বরিশাল জেলার প্রতিনিধি প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৭:১১ পিএম দুই শিশু শিক্ষার্থীকে দেড় বছর ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসা পরিচালক
ছবিঃ আগামী নিউজ

বরিশালঃ ভয়-ভীতি দেখিয়ে দেড় বছর ধরে দুই শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জে রেদাউনুল করিম (৪২) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের দক্ষিণ পাদ্রিশিবপুর কানকি গ্রামের মদিনাতুল উলুম কারিমিয়া মাদরাসার পরিচালক এবং ওই ইউপির ৫ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের ছেলে।

বুধবার (১৬ জুন) বিকেল ৩টায় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন। এর আগে মঙ্গলবার (১৫ জুন) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাদরাসা পরিচালক রেদাউনুল করিমকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে বুধবার (১৬ জুন) গ্রেপ্তারকৃত মাদরাসা পরিচালককে আদালত হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মারুফ হোসেন জানান, বাকেরগঞ্জ উপজেলার মদিনাতুল উলুম কারিমিয়া মাদরাসার হেফজখানায় প্রায় অর্ধশত শিশু পবিত্র কোরআন শিক্ষা করে থাকে। সেখানে থাকা কোমলমতি দুই শিশু শিক্ষার্থীকে গত দেড় বছর ধরে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন মাদরাসা পরিচালক রেদাউনুল করিম।

সবশেষ গত শুক্রবার (১১ জুন) রাত পৌনে ১২টার দিকে ওই দুই শিশু শিক্ষার্থীদের মধ্যের একজনকে মাদরাসার খানা কক্ষে নিয়ে ধর্ষণ করে পরিচালক রেদাউনুল। এতে নির্যাতনের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়। পরবর্তীতে ওই শিশুর বাবা বাদী হয়ে গত মঙ্গলবার (১৫ জুন) সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে মামলা রুজু করে।

পুলিশ সুপার আরও জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাদরাসা পরিচালককে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারকৃত মাদরাসা পরিচালক রেদাউনুল করিম চরমোনাই পীরের মুরিদ হওয়ায় ঘটনাটি ধামাচাপা দিতে তারা প্রচ্ছন্ন প্রভাব খাটিয়েছে।

তিনি আরও জানান, আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। সেই সাথে ওই মাদরাসা পরিচালকের দ্বারা আরও কতজন শিশু নির্যাতনের শিকার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শাহজাহান হোসেন, সুদীপ্ত সরকার পিপিএম (বাকেরগঞ্জ সার্কেল), সহকারী পুলিশ সুপার অনন্যা চক্রবর্তী, নিপা বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner