1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সাভার ও আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হাসান ভূঁইয়া, সাভার প্রতিনিধি প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৫:৫২ পিএম সাভার ও আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ জেলার সাভারের আশুলিয়ায় বাসচাপায় জাহিদুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডের সেনা শপিং কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজের নিচে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলামের বাড়ি রাজধানীর হাজারীবাগে বলে জানা যায়।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাইকচালকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাইকটি সাভার হাইওয়ে থানায় নেয়া হয়েছে পুলিশ।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম জানান, বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, জাহিদ কোনো বাইক রাইডার গ্রুপের সদস্য।

অন্যদিকে, বুধবার সকালে সাভারের আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাং এলাকায় পিকআপ ভ্যানের চাপায় সুজাতা রানী বর্মন নামের এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে

নিহত সুজাতা রানী বর্মন নওগাঁ জেলার নেয়ামতপুর থানার সদায় বর্মনের স্ত্রী। তিনি তুরাগ এলাকায় থেকে বাসাবাড়িতে কাজ করতেন।

এছাড়াও বুধবার সকালে কারখানায় যাওয়ার সময় আশুলিয়ার শিমুলতলা এলাকায় দেয়াল চাপায় পারভিন আক্তার (২২) নামের এক পোশাক শ্রমিকের মৃতু্য হয়েছে।  

নিহত পারভিন আক্তার কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার পূর্ব বুট হাট গ্রামের জামার উদ্দিনের মেয়ে।

পরিবারের অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner