1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কালিয়ায় জরিমানা ও মাস্ক বিতরণ

মোঃ বাবর আলী, নড়াইল জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৮:০০ পিএম কালিয়ায় জরিমানা ও মাস্ক বিতরণ
ছবি: আগামী নিউজ

নড়াইলঃ করোনা সংক্রমণ অধিক হারে বেড়ে যাওয়ায় নির্দিষ্ট কিছু এলাকায় চলছে সপ্তাহব্যাপী  লকডাউন। জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান চলতি মাসের ১২ তারিখ থেকে লকডাউনের ঘোষনা দেওয়ার পর থেকেই প্রশাসন থেকে মাস্ক এর ব্যবহারের উপর চলছে কড়াকরি অভিযান।

এই অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার(১৫ জুন) কালিয়া উপজেলা প্রশাসন কালিয়া বাজারে মাস্ক ব্যবহার না করা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম,কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া, কালিয়া পৌর মেয়র মোঃওয়াহিদুজ্জামান হীরা।

এ সময় মাস্ক ব্যাবহার না করার দায়ে ৭জন পথচারী ও এক দোকানিকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জহুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন, করোণা সংক্রমণ রোধে আমাদের সবাইকে সবসময় ঘরের বাহিরে গেলেই মাস্ক ব্যবহার করতে হবে অন্যথায় আমরা মাস্কবিহীন ব্যক্তিকে আইনের আওতায় এনে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করতে বাধ্য থাকব। 

উল্লেখ্য,করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল হয়ে পড়েছে জেলার কয়েকটি অঞ্চল।  জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ১০৬জন।মৃত্যু হয়েছে ২৮ জনের এবং এ পযন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner