1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

খোকসায় পিটিয়ে হত্যা মামলায় আসামি ১০: আটক ২

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৬:০৪ পিএম খোকসায় পিটিয়ে হত্যা মামলায় আসামি ১০: আটক ২
ছবি: সংগৃহীত
কুষ্টিয়াঃ মাছ চুরির অভিযোগে জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যাকাণ্ডের  ১০ জনের নামে নিহতের ভাই মো. হাশেম শেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
 
আলোচিত পিটিয়ে হত্যা মামলার বিষয়টি মঙ্গলবার (১৫ জুন) দুপুরে সাড়ে তিনটায় নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান।
 
তিনি আরো বলেন, আসামিদের গ্রেপ্তার ও তদন্তের স্বার্থেই নামগুলো প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে ১০/১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে নিহেতের ভাই।  উক্ত মামলায় এজাহার ভুক্ত আসামি চেয়ারম্যানের স্ত্রী জাহিদা বেগম ও ভাতিজা সালাউদ্দিন কে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ কাফনের প্রক্রিয়া চলছিল। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
 
উল্লেখ্য, মাছ চুরির অভিযোগে জসিম উদ্দিন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৫ জুন) ভোরে কুষ্টিয়ার খোকসা উপজেলায় এ ঘটনা ঘটে।
 
জসিম উদ্দিন উপজেলার রতনপুর গ্রামের রওশন আলীর ছেলে। জসিম উদ্দিন শেখ এর স্ত্রী, একছেলে ও দুই মেয়ে রয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার ভোরে উপজেলার খোকসা ইউনিয়নের আইয়ুব আলী বিশ্বাসের বাড়ির পাশের পুকুর থেকে মাছ চুরি করতে যায় জসিম উদ্দিন। বিষয়টি জানতে পেরে তাকে আটক করে তারা। এরপর তাকে মারপিট করে। অতিরিক্ত মারধর এবং মাথায় বড় ধরনের আঘাতের কারণে তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
 
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আশরাফ আলী জানান, গুরুতর অসুস্থ অবস্থায় সকাল ৬টা ৩৫ মিনিটে ঐ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসার ১৫ মিনিট পর জসিমের মৃত্যু হয়। তাকে অক্সিজেন দেওয়াসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করা হয়েছিল। এ অবস্থায় তিনি মারা যায়।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner