1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মাগুরা ও মহম্মদপুর উপজেলা লকডাউন ঘোষণা

মোখলেছুর রহমান, মাগুরা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৩, ২০২১, ০৭:৩৬ পিএম মাগুরা ও মহম্মদপুর উপজেলা লকডাউন ঘোষণা

মাগুরাঃ জেলায় করোনার বিস্তার ঠেকাতে মাগুরা শহর ও মহম্মদপুর উপজেলাকে ‘লকডাউন’ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। রোববার (১৩ জুন) বিকেলে জেলা সার্কিট হাউসে প্রশাসনের এক জরুরি সভায় আগামীকাল সোমবার (১৪ জুন) সকাল ৬ টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পযর্ন্ত এ লকডাউন চলবে বলে আদেশ জারী করা হয়েছে। এ সংক্রান্ত আদেশের একটি কপি জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, বেশ কয়েক সপ্তাহ ধরে মাগুরার বিভিন্ন এলাকায় বিশেষ করে শহরের পৌর এলাকায় ও মহম্মদপুর উপজেলায় করোনা পরিস্থিতি কিছুটা ঊর্ধ্বমুখী। এ কারণে সার্বিক দিক বিবেচনা করে মাগুরা শহর ও মহম্মদপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় জরুরি ওষুধ ও খাদ্যদ্রব্য পরিবহন পরিষেবা বাদে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যা ৬ টার পর থেকে বন্ধ থাকবে দোকান ও শপিংমল। 

এছাড়া এ আদেশে ঝুঁকি বিবেচনায় রেডজোন চিহ্নিতপূর্বক পরবর্তী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের জন্য জেলা সিভিল সার্জনকে অনুরোধ করা হয়েছে। 

জেলা সিভিল সার্জনের অফিস সূত্রে জানা গেছে, রবিবার জেলায় করোনা সনাক্ত হয়েছে ১৭ জন। যার মধ্যে সদরে ১ জন, পৌরসভায় ৭, শালিখায় ৩ জন ও মহম্মদপুরে ৬ জন। মাগুরায় এখন পর্যন্ত ৮ হাজার ৩৯০ নমুনার মধ্যে ১ হাজার ৩২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ২২২ জন। এ পযর্ন্ত ২৪ জনের
মৃত্যু হয়েছে। 

প্রসঙ্গত, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১০ জুন মাগুরা জেলাকে বিশেষ বিধিনিষেধের আওতায় আনা হয়। সেখানে সন্ধ্যা ৭ টার থেকে সকাল ছয়টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। এতেও করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সোমবার থেকে ‘লকডাউন’ ঘোষণা করেছে প্রশাসন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner