1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

মোক্তার হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২১, ০১:৩৪ পিএম গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
ছবিঃ আগামী নিউজ

গাজীপুরঃ মহানগরের লক্ষ্মীপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে স্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও গাজীপুরের চান্দনা-শিববাড়ী সড়ক অবরোধ করছে। এসময় সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা এসব কর্মসূচী পালন করেছে। তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কেই সাংবাদিকদের সাথে কথা বলতে চাননি। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর এর সত্যতা নিশ্চিত করেছেন।  

পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, সকাল ৮টায় শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে তাদের বাৎসরিক ছুটির টাকা ও বকেয়া বেতনের দাবীতে কারখানার সামনে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে। বিক্ষুব্দ শ্রমিকেরা সকাল সাড়ে ৯টায়  চান্দনা-শিববাড়ী সড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে এ সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে শ্রমিকেরা কারখানার সামনে ও সড়কে অবস্থান করছিলো।

কারখানার অপারেটর রেহেনা আক্তার ও জসীম উদ্দিন জানান, গতকাল বুধবার (৯ জুন) কারখানায় মালিক আসলেও তাদের বিভিন্ন মাসের আংশিক বকেয়া বেতন, বাৎসরিক ছুটিসহ বিভিন্ন পাওনা পরিশোধের বিষয়ে কোন প্রতিশ্রুতি না দিয়ে চলে যান। এতে  শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকালে থেকে কারখানায় এসে কাজে যোগ না দেিয় কর্মবিরতি ও সড়ক অবরোধে নামেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর কয়েকজন শ্রমিকেরা জানায়, গত এপ্রিল মাসের বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকেরা ঈদের ছুটির আগে আন্দোলনে নামে। শ্রমিকদের আন্দোলনের মুখে তখন ওই মাসের আংশিক পাওনাদি শ্রমিকদের পরিশোধ করা হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner