1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কুষ্টিয়ায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২১, ০১:০৮ পিএম কুষ্টিয়ায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি
ফাইল ফটো
কুষ্টিয়াঃ বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। ৩৩.৫০ থেকে এখন বেড়ে তা ৩৫.০৯ শতাংশ হয়েছে। গত ৬ জুনে সংক্রমণের এই হার ছিল ২৫.৩৩ শতাংশ। 
 
গত ২৪ ঘণ্টায় ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ২২১ নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত।
 
গত চার দিনেই জেলায় ২৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে হাসপাতালে রোগী বাড়ছে। বর্তমানে চিকিৎসাধীন ৯৫ করোনা রোগী নিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও বাড়িতে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৪১৪ জন।
 
এদিকে পরিস্থিতি যত খারাপই হোক কুষ্টিয়ায় বেশিরভাগ মানুষ মানছে না স্বাস্থ্যবিধি বা সরকারি বিধিনিষেধ। এমন অবস্থায় সিভিল সার্জনসহ বিশেষজ্ঞ ডাক্তাররা ছোট করে হলেও লকডাউন দাবী করে আসছে।
 
কুষ্টিয়ার সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম জানান, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৯৫ জন। জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১২২ জন।
 
স্থানীয় প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রাখা, সবাইকে মাস্ক পরা নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছে। এরই মাঝে জেলার একটি বাজার সাতদিনের জন্য কঠোরভাবে লকডাউন দেওয়া হয়েছে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner