1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাজশাহীতে ৪৫টি গাঁজার গাছসহ চাষি গ্রেপ্তার 

আমানুল্লাহ আমান, রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২১, ০৭:১৮ পিএম রাজশাহীতে ৪৫টি গাঁজার গাছসহ চাষি গ্রেপ্তার 
ছবি: আগামী নিউজ

রাজশাহীঃ  জেলার বাগমারায় ৪৫টি গাঁজার গাছসহ মনিরুজ্জামান চঞ্চল (৫০) নামে এক গাজা চাষিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৯ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত গাঁজাচাষি মনিরুজ্জামানের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত খন্দকার আশরাফুল ইসলাম। দীর্ঘদিন থেকে মনিরুজ্জামান চঞ্চল তার বাড়ির দক্ষিণ পাশে ইটের প্রাচীরে ঘেরা জায়গায় গাজা চাষ করে আসছিলেন তিনি।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বাগমারা থানা পুলিশের একটি টিম মনিরুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই নূর ইসলাম ও এএসআই রাজু আহম্মেদ। এ সময় তার বাড়ির আঙ্গিনায় ৪৫ টি গাঁজার গাছ পাওয়া যায়। রাতেই উদ্ধার করা হয় গাছগুলো এবং গাজাচাষি মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে থানায় নেয়া
হয়। 

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ আগামী নিউজকে বলেন, গোপনে বাড়িতেই গাঁজা চাষ করতেন মনিরুজ্জামান। তবে তার বিষয়টি ব্যতিক্রম ছিল। তার বিরুদ্ধে আগের কোনো মামলা নেই বা অন্য কোনো মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়নি। কিন্ত গাঁজা চাষ করতেন তিনি। ফলে ৪৫টি গাঁজার গাছসহ মনিরুজ্জামানকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner