1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবিতে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

রানা আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি  প্রকাশিত: জুন ৮, ২০২১, ০৯:৩৭ পিএম সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবিতে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

সিরাজগঞ্জঃ জেলার চৌহালীতে যমুনা নদীতে নৌকা ডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় শিশুসহ এখনো আরও ২জন নিখোঁজ রয়েছেন। নিহত শিশুর নাম তাহমিনা (৪)। শিশুটির বাড়ি শাহজাদপুর উপজেলায় হলেও বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি বলে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান।

মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় চৌহালী উপজেলার খাষকাউলিয়া এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিকেলে চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া নৌকা ঘাট হতে প্রায় ১৫-১৬জন যাত্রী ও কাঠাল নিয়ে শাহজাদপুর উপজেলার বানতিয়ার ইউনিয়নে যাওয়ার পথে জনতা স্কুল সংলগ্ন জায়গায় শ্যালো ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়৷ এতে ৪বছরের শিশু তাহমিনা সহ অন্তত ৩জন নিখোঁজ হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা একটি নৌকা নিয়ে উদ্ধার করতে গেলে কয়েকজনকে উদ্ধারের পাশাপাশি নদী থেকে তাহমিনার মৃতদেহও উদ্ধার করেন তারা। খবর পেয়ে চৌহালী থানা পুলিশের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। 

তবে নদী উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। মাঝ নদীতে নৌকাটি ডুবে যাওয়ায় নৌকা ও নিখোঁজ দুইজনকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও শংকা প্রকাশ করেন এই কর্মকর্তা।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ছোট ট্রলার ডুবে দুইজন নিখোঁজ রয়েছেন ও এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner