সিরাজগঞ্জঃ জেলার শাহজাদপুরে অগ্নিকাণ্ডে একটি ঘর ভস্মীভূত প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।
জানা যায়, গত শনিবার রাত ৮টার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়নে মশিপুর গ্রামের আলহাজ্ব মোঃ আবুল হোসেনের ছোট পুত্র মো.হাসান আলীর ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।
এ সময় আশে পাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে, এসময় একটি ঘর ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর দমকল বাহিনীর একটি টিম ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে, এতে ঘরে থাকা নগদ টাকা সহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হাসান আলীর পরিবার সূত্র জানা গেছে।
এ ব্যাপারে শাহজাদপুর দমকল বাহিনীর অফিসার মোহাম্মদ মঞ্জুর আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। দমকল বাহিনীকে তাৎক্ষনিক খবর দেওয়া হলে ঘরটি ভস্মীভূত হওয়া থেকে রক্ষা পেতো।