1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নববধূর, লাশ বুকে জড়িয়ে রাস্তায় স্বামীর আর্তনাদ

মনির হোসেন ,বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: জুন ৪, ২০২১, ১০:৫৪ পিএম সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নববধূর, লাশ বুকে জড়িয়ে রাস্তায় স্বামীর আর্তনাদ
ছবিঃ সংগ্রহীত

যশোরঃ কয়েক বছর প্রেমের পরে প্রণয় ঘটেছিল কাকন ও ইমরানের। কিন্তু তাদের এই প্রণয় বেশিদিন গড়ালো না । হাতের মেহেদী শুকানোর আগেই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হলো কাকনের। বিয়ের মাত্র ছয়দিনের মাথায় এক মর্মান্তিক সড়ক দুঘর্টনায় জীবন হারাতে হলো নববধু সুরাইয়া হাসান কাকনের (২২)।

বৃহষ্পতিবার রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার পালপাড়া এলাকায় এই সড়ক দুঘর্টনায় নববধু কাকন মারা গেলেও বেঁচে গেছেন স্বামী ইমরান হোসেন ও তার ভাই লাল্টু হোসেন। তারা দু’জনেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আছে। নিহত স্ত্রীর লাশ বুকে জড়িয়ে রাস্তার উপরে স্বামী ইমরান হোসেনের বুকফাটা আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।
পারবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর প্রেমের সম্পর্কের জের ধরে উভয় পরিবারের সম্মতিতে গত ২৯ মে পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের বকুল হোসেনের মেয়ে সুরাইয়া হাসান কাকন ও কাটাখাল এলাকার ইমরান হোসেনের সাথে বিয়ে হয়। বৃহষ্পতিবার রাতে যশোর সদর হাসপাতাল থেকে ইমরান হোসেনের অসুস্থ মাকে দেখে বাড়ি ফেরার সময় ঝিকরগাছার পালপাড়া এলাকায় একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে তাদের মোটরসাইকেল পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নববধু সুরাইয়া হাসান কাকন মারা যান। আহত হয় স্বামী ইমরান হোসেন ও তার ভাই লাল্টু হোসেন। তাদের যশোর সদর হাপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ঘাতক পিকআপ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার  এবং পরে পরিবারের কাছে হস্তানন্তর করেন। শুক্রবার সকালে আলিয়া মাদ্রাসা মাঠে নিহতের জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner