গোপালগঞ্জঃ সদর উপজেলার সাতপাড়, বৌলতলী ও সাহাপুর ইউনিয়নে লকডাউন আরো ২ দিন বৃদ্ধি করা হয়েছে। তবে বৌলতলী ইউনিয়নের তেলিভিটা গ্রামের লকডাউন আরো উঠছে না।
আজ বৃহঃস্পতিবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
গত সাত দিনে গোপালগঞ্জে আরো ১০০ মানুষ করোনা আক্রান্ত হয়ে ৩৯০০ জনে দাড়িয়েছে।
মৃতের সংখ্যা ৪০ জন। তবে এ সংখ্যা সরকারী। বেসরকারী হিসাবে এ সংখ্যা আরো বেশী বলে সাধারন মানুষ মনে করেন।
এদিকে করোনা মোকাবেলায় গোপালগঞ্জে সদরের ২১ ইউনিয়নের গ্রাম পুলিশ নিয়ে কর্মশালা করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম করোনা সচেতনতা মূলক কর্মশালা করেন।
ওসি বলেন, সীমান্ত পার্শবর্তী জেলাগুলোতে বেড়েছে করোনা প্রকোপ। এই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন থাকার পাশাপাশি ভারত আসা ব্যক্তিদের সম্পর্কে খোজ খবর নিয়ে থানা পুলিশকে অবহিত করার নির্দেশ দেন।