1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

রানা আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৩০, ২০২১, ০৮:৪৬ পিএম সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জঃ জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা লেদুরপাড়া গ্রামে রবিবার (৩০ মে) বিকেলের দিকে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক নারী। 

নিহতরা হলেন মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৪২) ও আলম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৫)। আহত নারী হলেন আলম হোসেনের স্ত্রী ফুর্তি খাতুন (২৬)।

কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিবুল হক হাসান জানান, বিকেলে এরা দু‘জন বাড়ির অদূরে মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। তারা তখন পাশের একটি শ্যালো মেশিন ঘরে গিয়ে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটে। এ বজ্রপাতের আঘাতে ওই ৩ জন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতোলে নেওয়ার পথে সোহেল রানা ও আলম হেসেনের মৃত্যু হয়। আহত ফুর্তি খাতুনকে চিকিৎসার পর তিনি এখন সুস্থ্ আছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদ মাহমুদ বলেন, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় থানায় একটি জিডি রেকর্ড করে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, এ ঘটনায় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি নগদ ২০হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner