ফরিদপুরে হঠাৎ নদী ভাঙ্গন: ঝুঁকিতে মসজিদসহ কয়ে’শ বাড়ীঘর(ভিডিও)
সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২৭, ২০২১, ০৬:৫৩ পিএম
ছবিঃ আগামী নিউজ
ফরিদপুরঃ হঠাৎ করে পদ্মা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে দুইশ মিটার এলাকা। ঝুঁকির মধ্যে পড়েছে একটি ব্রীজ, মসজিদসহ কয়েকশ বাড়ী ঘর।
বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে সদর উপজেলার ডিগ্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নে ভাঙ্গন শুরু হয়। মুহুর্তের মধ্যে ভাঙ্গনের ভয়াবহতায় বিলিন হয়ে যায় দুইশ মিটার এলাকা। ভাঙ্গনের কারনে কয়েকশ মিটার ফসলী জমি নদীতে বিলিন হয়। ভাঙ্গনের ঝুঁকির মধ্যে রয়েছে শহররক্ষা বাঁধ, একটি ব্রীজ, মসজিদসহ বেশকিছু ঘর বাড়ী। ভাঙ্গনের তীব্রতা বাড়তে থাকায় আতংকের মধ্যে দিন কাটাচ্ছে নদীপাড়ের কয়েক হাজার মানুষ।
বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক অতুল সরকারসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যানবৃন্দ। নদী ভাঙ্গন রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক অতুল সরকার।