1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল আশরাফুজ্জামানকে বিদায় সংবর্ধনা

শাখাওয়াত লিমন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: মে ২৭, ২০২১, ০২:৩৩ পিএম শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল আশরাফুজ্জামানকে বিদায় সংবর্ধনা
ছবিঃ আগামী নিউজ

মৌলভীবাজারঃ শ্রীমঙ্গল-কমলগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন তিনি। যোগদান করবেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ঢাকা উত্তরায়।

বুধবার (২৬মে) রাত ৯ টায় শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো.আশরাফুজ্জামানের  বিদায়ী উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেকের সভাপতিত্বে এসআই আলমগীর হোসেনের উপস্থাপনায় প্রথমে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে উক্ত সংবর্ধনা ও আলোচনা সভা শুরু হয়।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হুমায়ুন আহমেদ, পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন, সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক ফরিদ আহমেদ,অফিসার ইনচার্জ আব্দুস ছালেকসহ পুলিশ সদস্যরা। সবাই সংর্বধিত আশরাফুজ্জামানের সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো.আশরাফুজ্জামানে কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ মানুষের ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না। তাঁরা আমার পরিবারের মতো। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানার সকল পুলিশ সদস্যরা আমার পরিবার আমি ভুলতে পারবো না।
 
সভাপতির বক্তব্যে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বলেন, সার্কেল স্যারের পাশে থেকে অনেক আন্তরিকতা পেয়েছি সাহস পেয়েছি। যে কোন ঘটনার রহস্য বের করতে সার্কেল স্যার ছিলেন চৌকস পারদর্শী যা নিজে সামনে থেকে উপলব্ধি করেছি। খুবই সাদামাটা মনের মানুষ সারা জীবন স্যারের কথা মনে থাকবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner