বরিশালঃ প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অভ্যন্তরীণ ও বরিশাল-ঢাকাসহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫টায় এ ঘোষণা দেয়ায় ঢাকায় যাওয়া যাত্রীরা নৌবন্দরে পৌঁছে চরম বিপাকে পড়েন। এদিন বরিশাল থেকে ৬টি লঞ্চ রাজধানীতে যাওয়ার কথা ছিলো।
বরিশাল নৌবন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ ঘোষণায় চরম দুর্ভোগে পড়েছেন ঢাকায় যাওয়া যাত্রীরা। দূর-দূরান্ত থেকে আসা অনেক যাত্রী বৈরী আবহাওয়ায় বাড়ি ফিরতেও পড়েছেন বিপাকে। উজিরপুর থেকে আসা আসলাম নামে এক যাত্রী বলেন, পরিবার নিয়ে তিনি ঢাকায় যাচ্ছেন। কিন্তু বিকালে নৌবন্দরে এসে দেখেন লঞ্চ চলাচল বন্ধ।
গৌরনদী থেকে আসা যাত্রী তামিমা বেগম ও রাফসান হোসেন জানান, তিনি গার্মেন্টসে কাজ করেন। ঢাকা যেতে চেয়েছিলেন। এখন না যেতে পারায় বিপাকে পড়েছেন।
এ বিষয়ে সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, ‘যাত্রীদের ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কিছুই করার নেই। নির্দেশনা উপেক্ষা করে আজকে লঞ্চ ছাড়ার সম্ভাবনা নেই। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধই থাকবে।’
বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শহিদুল ইসলাম জানান, ‘ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ২ নম্বর সতর্কতা সংকেত বলবত থাকায় প্রধান কার্যালয়ের নির্দেশনা মানা হচ্ছে। ফলে গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে ঢাকা-বরিশাল নৌপথের সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।’