1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঘূর্ণিঝড় ইয়াস: প্রস্তুত খুলনা

সিফাত আহম্মেদ, খুলনা জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২১, ০৬:২৫ পিএম ঘূর্ণিঝড় ইয়াস: প্রস্তুত খুলনা
ছবি: সংগৃহীত

খুলনাঃ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়তে শুরু করেছে খুলনায়। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় খুলনায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ২৮৩ আশ্রয়কেন্দ্রের পাশাপাশি, স্বেচ্ছাসেবক ও ফায়ার ব্রিগেডকে প্রস্তুত রাখা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকেই জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে কয়েক ফুট আর এই কারনেই বাঁধের কানায় কানায় উঠেছে পানি। কোথাও কোথাও বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে। নদীর জোয়ারের পানি বাড়ছে, মেঘলা আকাশের সঙ্গে মাঝেমধ্যে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন উপকূলীয় কয়রা, দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটা এলাকার মানুষ। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে মোংলা সমুদ্রবন্দরে ১ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আর সমুদ্রের ট্রলার গুলোকে দুবলার চরের সন্নিকটে অবস্থান করা জন্য আর বাকি ট্রলারগুলোকে উপকূলে ফিরে যেতে বলা হয়েছে।

কয়রা উপজেলা প্রশাসন বলছে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শারীরিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘূর্ণিঝড়ে কয়রার মানুষকে আশ্রয় কেন্দ্রে আনতে ব্যবস্থা নেয়া হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম, প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। এরই মধ্যে কয়রাবাসীকে সতর্ক করতে মাইকিং অব্যাহত রয়েছে।

তবে খুলনা মহানগর এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের তেমন কোনো প্রভাব নেই, সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner