1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট নিয়ে জুয়া: আটক ৭

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২১, ০২:৩৯ পিএম ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট নিয়ে জুয়া: আটক ৭
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়াঃ ক্রিকেট নিয়ে জুয়া খেলে সাব্বির মিয়া (২৯) নামের এক ব্যবসায়ী হয়েছেন কোটি টাকার মালিক। র‍্যাবের হাতে ধরা পড়েছেন তিনি।
 
শুক্রবার (২১ মে) রাতে অভিযান চালিয়ে শহরের পীরবাড়ি এলাকা থেকে সাব্বিরসহ সাত জুয়ারিকে আটক করে র‍্যাব-১৪।
 
আটক অন্যান্যরা হলেন, সোহাগ মিয়া (২৮), হৃদয় মোল্লা (১৯), মো. মুন্না (২৪), মো. রাসেল (৩০), ফারুক মিয়া (২৮) ও তানভীর আহমেদ ভূইয়া (৩৪)। 
 
এসময় তাদের কাছ থেকে নগদ সাড়ে ৫১ হাজার টাকা, টিভি ও সাতটি মোবাইল জব্দ করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আক্কাছ আলী।
 
স্থানীয়রা জানায়, ছোট একটি কনফেকশনারির দোকান থেকে মো. সাব্বির মিয়া শুধু জুয়া খেলে কোটি টাকার মালিক হন। মোবাইলের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তিনি জুয়া খেলে থাকেন। জেলা শহরের বিভিন্ন এলাকার তার এজেন্ট রয়েছে।
 
তারা অন্যান্য জুয়ারিদের সঙ্গে যোগাযোগ করে মোবাইলের মাধ্যমে বাজি ধরেন ক্রিকেট খেলার দল, প্রতি বল, ওভার ও ইনিংস নিয়ে।
 
খোঁজ নিয়ে জানা যায়, জেলা শহরের পীরবাড়িসহ বিভিন্ন স্থানে সাব্বিরের দুইটি বহুতল ভবন ও ফ্ল্যাটসহ সাতটি বাড়ি রয়েছে। এগুলো তিনি তার বাবা ফরিদ মিয়ার নামে কিনেন যাতে তাকে কেউ সন্দেহ না করে। পরে এ সম্পদগুলো বাবা সাব্বিরকে দানপত্র দলিলের মাধ্যমে ফেরত দেন।
 
এছাড়াও তার বিভিন্ন অ্যাকাউন্টে বিপুল অঙ্কের অর্থ রয়েছে বলে জানায় র‍্যাব।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner